বাংলাদেশের বড় ব্যবধানে হার
খেলা শুরু হওয়ার আগে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে ভূপাতিত লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরে গেছেন মামুনুল-এমিলিরা। বাছাইপর্বে তৃতীয় ম্যাচে এটা বাংলাদেশের দ্বিতীয় হার।
বৃহস্পতিবার পার্থ ওভালে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ষষ্ঠ মিনিটে বাংলাদেশের জালে প্রথম বল পাঠান ম্যাথিউ লোকি। বাংলাদেশের ডিফেন্ডারদের ব্যর্থতায় সহজেই গোলটি করেন এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টম রগিচ। ২০ মিনিটে ‘সকারু’দের তৃতীয় গোলটি ছিল আত্মঘাতী। প্রতিপক্ষের একটি আক্রমণ বিপদমুক্ত করতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ।
অস্ট্রেলিয়ার চতুর্থ গোলটি আরেক ফরোয়ার্ড নেইথান বার্নসের। ম্যাচের ২৯ মিনিটে লক্ষ্য ভেদ করেন তিনি। তাই প্রথমার্ধেই ‘এক হালি’ গোল খাওয়ার লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে।urgentPhoto
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ ছিল রক্ষণাত্মক। তাই শেষ ৪৫ মিনিটে অস্ট্রেলিয়া একটির বেশি গোলের দেখা পায়নি। অবশ্য স্বাগতিক দলের ব্যর্থতাও বাংলাদেশকে স্বস্তি দিয়েছে।
৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া অ্যারন মুইয়ের চমৎকার শট পঞ্চম গোল এনে দেয় অস্ট্রেলীয়দের। তবে ৮৪ মিনিটে জ্যাকসন আরভিনের দারুণ হেড সাইডবারে বাধা পেয়ে হতাশ করে ‘সকারু’দের।
ইনজুরি সময়ে বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল। বক্সের ভেতর ঢুকে পড়া ক্রিস ইকোনোমিডিসের জোরালো শট দারুণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে তুলে দেন তিনি।
পুরো ম্যাচে বাংলাদেশ গোল করার মতো তেমন সুযোগ পায়নি। ৫৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল ডি ক্রুইফের শিষ্যরা। কিন্তু অধিনায়ক মামুনুল ইসলামের দুর্বল শট সহজেই ধরে ফেলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক।
হারের ব্যবধান অবশ্য আরো বড় হতে পারত। তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু আক্রমণ বক্সে এসে থেমে যাওয়ায় বেঁচে গেছে বাংলাদেশ। কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেছে ফুটবল-বিশ্বে ‘সকারু’ নামে পরিচিত অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী ৮ সেপ্টেম্বর।