সালাহকে নিয়েই বিশ্বকাপের মিসর দল

Looks like you've blocked notifications!

মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর বিশ্বকাপ নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। অবশ্য মিসর ফুটবল ফেডারেশন জানিয়েছিল, বিশ্বকাপে মাঠেই দেখা যাবে লিভারপুল ফুটবলারকে। সে আশা থেকেই এবার দেশটির রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হলো সালাহকে দলে রেখেই।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা মিসরীয় দর্শকদের জন্য ছিল এক বিভীষিকা। হবেই বা না কেন, মিসর দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ যে সে ম্যাচেই পড়েছিলেন চোটে! মোটামুটি তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার সম্ভাবনাই আশা দেখিয়েছে মিসর দলের কোচ হেক্টর কুপারকে।  

আসছে রাশিয়া বিশ্বকাপে টুর্নামেন্টটির ইতিহাসেরই সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামতে যাচ্ছেন দলটির গোলরক্ষক এশাম আল হাদারি। ৪৫ বছর পাঁচ মাস বয়সী এই ফুটবলারের হাতেই চাপছে নেতৃত্বের আর্মব্যান্ড।

রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত মিসর দল

গোলরক্ষক : এশাম আল হাদারি, শেরিফ একরামি, মোহাম্মদ আল শেনাউই।

ডিফেন্ডার : আহমেদ ফাতহি, সামির সাদ, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহাম্মদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ আল মোহাম্মদি, ওমর গাবের।

মিডফিল্ডার : তারেক হামেদ, শিকাবালা, আবদাল্লাহ সাঈদ, সাম মুরসি, মোহাম্মদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোবহি, মাহমুদ হাসান, আমর ওয়ারাদা।

ফরোয়ার্ড : মারওয়ান মোহসেন, মোহাম্মদ সালাহ।