রোনালদো থাকলেও নেইমার আসতে পারেন মাদ্রিদে
নেইমার ডি সিলভা স্প্যানিশ লিগ ছেড়েছেন প্রায় বছর খানেক হতে চলল। এবার আবার গুঞ্জন উঠেছে লা-লিগায় ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। তবে এবার আসলে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর সেক্ষেত্রে নেইমারের স্যান্টিয়াগো বার্নাব্যুতে আসতে ক্রিস্টিয়ানো রোনালদোর থাকাটা ‘বাধা’ হবে না বলে মনে করছেন মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো।
নিজের স্বদেশি নেইমার আসলে মাদ্রিদকে ছেড়ে দিতে হবে রোনালদোকে, এমন একটা গুঞ্জন ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকেই শোনা যাচ্ছে। এক্ষেত্রে অবশ্য প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ড ও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারবেন কি না, সে আশঙ্কাও জুগিয়েছে আলোচনার খোরাক।
তা ছাড়া বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ও অন্যতম সেরা ফুটবলারের মধ্যে ‘শীতল’ একটা যুদ্ধ হওয়ারও আঁচ পাচ্ছেন সমর্থকরা। তবে মার্সেলো উড়িয়ে দিয়েছেন সেই সব শঙ্কা। তাঁর ভাষ্যে, ‘রোনালদো তো মাদ্রিদের মালিক নয়। যদি ফ্লোরেন্তিনা পেরেজ চান কাউকে দলে ভেড়াতে, তবে ভেড়াবেন। এমন নয় যে, রোনালদো থাকলে নেইমার আসতে পারবে না।’
অবশ্য এতদিন ধরে খেলছেন যে ক্লাব সতীর্থের সঙ্গে তাঁকেও হারাতে চাননা মার্সেলো। চারবার কাঁধে কাঁধ মিলিয়ে যার সঙ্গে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা তাঁর সঙ্গে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার দলে চান স্বদেশি নেইমারকেও, ‘আমি চাই রোনালদো থাকুক, সবাই চায় এমনটা। কিন্তু এটার সঙ্গে অন্যটার কোনো সম্পর্ক নেই। নেইমারের জন্য মাদ্রিদের দরজা সব সময়ই খোলা। বিশ্ব কাঁপানো ফুটবলারদের উচিত রিয়ালের হয়ে মাঠে নামা।’