ব্যাটে-বলে চোখ ধাঁধানো নৈপুণ্য!

Looks like you've blocked notifications!

ভয়ানক তেতে আছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা। অল্প কদিন আগেই তাঁরা গড়েছেন ওয়ানডেতে সবচেয়ে বেশি, ৪৯০ রানের বিস্ময়কর রেকর্ড। এবার চোখ কপালে তুলে দেওয়ার মতো আরো একটি দুর্দান্ত নৈপুণ্য উপহার দিলেন ১৭ বছর বয়সী এক কিউই নারী আমেলিয়া কের। ব্যাটে-বলে এমন দুর্দান্ত পারফরম্যান্স খুব কমই দেখা গেছে ক্রিকেট ইতিহাসে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও নিউজিল্যান্ড গড়েছিল রানের পাহাড়। এবার তাদের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৪৪০ রান। আয়ারল্যান্ডকে মাত্র ১৩৫ রানে গুটিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল পেয়েছে ৩০৫ রানের বিশাল জয়। তবে ম্যাচ শেষে হার-জিতের হিসাব হয়ে গেছে গৌণ। সবাই উচ্ছ্বাসে মেতেছেন আমেলিয়া কেরকে নিয়ে।

শুরুতে ব্যাটিং করতে নেমে পুরো ৫০ ওভারই উইকেটে টিকে ছিলেন এই কিউই ওপেনার। খেলেছেন ১৪৫ বলে ২৩২ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। গড়েছেন নতুন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি রানের ইনিংসের রেকর্ডটি এখন চলে গেছে কেরের দখলে। আগে যেটি ছিল অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের দখলে। ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে বেলিন্দা খেলেছিলেন অপরাজিত ২২৯ রানের ইনিংস।

ব্যাট হাতে নতুন রেকর্ড গড়ার পরও থেমে যাননি আমেলিয়া কের। বল হাতে ছড়িয়েছেন আরো বিস্ময়। নিয়েছেন পাঁচটি উইকেট! তাঁর দুর্দান্ত বোলিং নৈপুণ্যের সামনে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় ছিল না আয়ারল্যান্ডের ব্যাটারদের। ৭ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে কের নিয়েছেন ৫টি উইকেট।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কারটা কার হাতে উঠেছে, সেটা কি আর বলার প্রয়োজন আছে?