বিশ্বকাপে কোন দলের সমর্থক বোল্ট?

Looks like you've blocked notifications!

বিশ্বকাপের বিশ্বযুদ্ধ আজই শুরু। সারা দুনিয়ার মানুষের নজর থাকবে এই আসরটির প্রতি। ফুটবলের প্রতি আলাদা ভালোবাসার কারণে এ আসটির প্রতি দৃষ্টি থাকবে জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের। কিন্তু তিনি কোন দলের সমর্থক? হ্যাঁ, জ্যামাকাইন তারকা লিওনেল মেসির খুবই ভক্ত বোল্ট। তাই আর্জেন্টিনার সমর্থক তিনি।

শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে খুবই আশাবাদী বোল্ট। বলেছেনও, ‘‌ভালোভাবে খেলতে পারলে এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপে দেখতে আমি মুখিয়ে আছি, মুখিয়ে আছি আর্জেন্টিনার খেলা দেখতে। কারণ আমি আর্জেন্টিনার সমর্থক।’‌

অলিম্পিকে আটটি স্বর্ণপদকজয়ী জ্যামাকাইন তারকার বিশ্বাস, বিশ্বকাপে ব্রাজিলেরও ভালো করার সম্ভাবনা রয়েছে, ‘চোট সেরে উঠে নেইমার নিশ্চয়ই ভালো করবে, ভালো করবে ব্রাজিলও। তা ছাড়া প্রস্তুতি ম্যাচে সে ভালো খেলেছে।’

তবে বোল্টের দেশ জ্যামাইকা নেই এবারের বিশ্বকাপে। তারা ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল।

বোল্টের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপে প্রথম লড়াইয়ে নামবে আগামী শনিবার। মুখোমুখি হবে আইসল্যান্ডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আর ব্রাজিল আগামী ১৭ জানুয়ারি সুইজাল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে।