রোনালদোর মতো মেসিকেও খেপাতে চায় আইসল্যান্ড
ইউরো কাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বোতলবন্দি করে রেখেছিলেন আইসল্যান্ড দল। ইউরোপ সেরার মঞ্চে নবীন দলটির সঙ্গে সে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ করেছিল পর্তুগাল। রোনালদোর মতো লিওনেল মেসিকেও তাই আটকে দিয়ে দারুণ চমক উপহার দিতে চান দলটির মিডফিল্ডার ইয়োহান গুডমুন্ডসন।
ফ্রান্সের মাঠে স্বাগতিকদের পরাজিত করে ২০১৬ ইউরো শিরোপাটা জিতেছিল পর্তুগালই। তবে গ্রুপ পর্বে আইসল্যান্ডের সঙ্গে পর্তুগাল ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেই ম্যাচে আইসল্যান্ডের অমন ‘রক্ষণাত্মক’ কৌশলে দারুণ খেপেছিলেন রোনালদো।
রাশিয়ায় বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দ্বীপ দেশটি। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে নিয়েও সেই একই পরিকল্পনা আঁটছেন গুডমুন্ডসনরা। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ও আইসল্যান্ড মুখোমুখি হবে আগামী শনিবার। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়।
২৭ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় বলছেন আর্জেন্টাইন দলনায়ককে রাগিয়ে দেওয়ার চেষ্টায় থাকবে আইসল্যান্ডাররা, ‘মেসির বিপক্ষে খেলা কঠিন হবে তবে সে যতক্ষণ হতাশ থাকবে ততক্ষণ সে গোল পাবে না। আমরা এখানেই খুশি হব। আর্জেন্টিনাকে হারানোর চেষ্টা তো থাকবেই সঙ্গে রোনালদোর মতো মেসিকেও খেপিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো আমরা।’
বিশ্বের সেরা আক্রমণভাগটা নিজেদের দখলে থাকলেও রাশিয়ার মাঠে আর্জেন্টাইনদের ডিফেন্সটা থাকছে খর্ব শক্তিরই। আর প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতাটাই কাজে লাগিয়ে আইসল্যান্ড উপহার দেবে ভালো কিছুই, গুডমুন্ডসনের আশাটা এমনই। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ লড়াইয়ে মাঠে নামার আগে বার্নলির এই মিডফিল্ডার বলছেন, ‘যদি আক্রমণভাগের চিন্তা করা হয় তবে এই বিশ্বকাপে অন্যতম সেরা আর্জেন্টিনা। কিন্তু দলের আক্রমণভাগের মতো রক্ষণে ততটা শক্তিশালী নয় তারা। আশা করি, সে সুযোগটাই আমরা কাজে লাগাব।’