প্রথমার্ধে দুর্বার ব্রাজিল
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল যে হট ফেভারিট, সেটা তারা বুঝিয়ে দিয়েছে প্রথম ম্যাচেই। সুইজারল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও তারা দুর্বার। পুরো প্রথমার্ধে শুধু আধিপত্য বিস্তারই করেনি, শুরুতেই আদায় করে নিয়েছে গোলও। তাই প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে নেইমার-কুতিনহোর দল।
অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাজিলকে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ২০ মিনিটে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড ফিলিপ কুতিনহো। মার্সেলোর বাড়িয়ে দেওয়া বল ধরে চমৎকার কোনাকুনি শট, সাইডবারে লেগে বল জড়ায় সুইজারল্যান্ডের জালে।
শুধু সুইজারল্যান্ড গোলরক্ষককেই নয়, রীতিমতো সবাইকেই অবাক করে দিয়েছেন কুতিনহো এমন একটি শটে গোল করে। পুরো স্টেডিয়াম একরকম স্তব্ধ হয়ে যায় এমন চমৎকার গোলটি দেখে।
অবশ্য এদিন ব্রাজিলের জন্য আশার কথা সব শঙ্কা কাটিয়ে দলটির সবচেয়ে বড় তারকা নেইমার মাঠে নেমেছেন। ম্যাচের আগেও কিছুটা শঙ্কা ছিল তিনি নামতে পারবেন কিনা। শেষ পর্যন্ত নেমেছেন ঠিক, কিন্তু প্রথমার্ধে খুব একাট উজ্জ্বলতা ছড়াতে পারেননি।
তবে ম্যাচের শুরু থেকেই ব্রাজিল এতটাই আক্রমণাত্মক ফুটবলে খেলেছে, সুইজারল্যান্ডকে বেশিরভাগ সময়েই ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে। ইউরোপের দলটি দু'একটি বিচ্ছিন্ন আক্রমণ গড়েছে ঠিক, কিন্তু তা গোল পাওয়ার মতো ছিল না।