প্রথম জয়ের খোঁজে স্পেন ও রোনালদোর পর্তুগাল

Looks like you've blocked notifications!

এবারের বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ফুটবলপ্রেমীদের জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছিলেন স্পেন ও পর্তুগালের খেলোয়াড়রা। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষপর্যন্ত ড্র হয়েছিল ৩-৩ গোলে। পর্তুগালের পক্ষে অবশ্য একাই একশ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনিই কেড়ে নিয়েছিলেন সব আলো। আজ আবার দুই দল মাঠে নামতে যাচ্ছে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

সন্ধ্যা ৬টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগালের রোনালদো। আর রাত ১২টায় ইরানের বিপক্ষে মাঠে নামবে স্পেন।

রাশিয়ার লুঝনিকি স্টেডিয়াম পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সুখের স্মৃতিই বটে! ২০০৮ সালে এই স্টেডিয়ামেই ম্যানচেস্টার ইউনাউইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন রোনালদো। বিশ্বকে দেখিয়েছিলেন নিজের সামর্থ্য-প্রতিভা। সেই সুখের স্মৃতিকে পুঁজি করে আজ একই স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নামবেন রোনালদো।

গত শনিবার ফেবারিট স্পেনের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় রোনালদোর দারুণ নৈপুণ্যে এবারের আসরের অন্যতম ফেবারিট স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেন রোনালদোরা। তবে মরক্কোর বিপক্ষে ফেবারিট পর্তুগিজরাই। এর আগে গত শুক্রবার ‘বি’ গ্রুপে ইরানের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে খানিকটা ব্যাকফুটে চলে গিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মরক্কো। তবে আফ্রিকার দেশটিকে  হালকাভাবে নিচ্ছেন না পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। তিনি দলের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ম্যাচে সফলভাবে জিততে চান। অন্যদিকে, প্রথম ম্যাচ হারলেও পর্তুগালের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় মরক্কো। তাঁরা বেশ আঁটঘাঁট বেঁধেই রোনালদোদের হারানোর লক্ষ্যেই মাঠে নামবে। আফ্রিকার দেশগুলোর মধ্যে তাদের বেশ সুনাম রয়েছে। রেনার্ডের মতো দক্ষ কোচের অধীনে বেশ গোছাল দল নিয়েই তারা মাঠে নামবে।

২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেনকে এবারের আসরেরও শিরোপার অন্যতম দাবিদার ধরা হয়। তবে প্রথম গ্রুপের প্রথম ম্যাচে তাদের জয়রথ থামিয়ে দেয় রোনালদোরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-৩ গোলের দাপুটে ড্র নিয়েই মাঠ ছাড়ে সান্তোসের শিষ্যরা। এবার কম শক্তিশালী এশীয় দল ইরানের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। যদিও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এশিয়ার দলটি। তবে সাবেক কোচ জুলেন লোপেতেগুইয়ের বিদায়ের পর নতুন কোচ ফার্নান্দো হিয়েরো সব সামলে ইরানের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত। দলের সদস্যদের প্রতি পূর্ণ বিশ্বাস আছে তাঁর। ছেলেরা জয় নিয়ে হেসে-খেলে মাঠ ছাড়বে বলেই তিনি মনে করেন।