রোনালদোর কীর্তির ম্যাচে পর্তুগাল এগিয়ে
আগের ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে বেশ আত্মবিশ্বাসী মেজাজে আছেন পর্তুগালের খেলোয়াড়রা। মরক্কোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার প্রতিফলন দেখা গেছে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে রোনালদোর পর্তুগাল।
ম্যাচে এখন পর্যন্ত এক গোল করে দারুণ একটি কীর্তি গড়েছেন রোনালদো। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ছয় গোল করেন এই পর্তুগিজ তারকা। এই কীর্তি গড়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশে চলে গেলেন তিনি। চলমান বিশ্বকাপে চারটি এবং এর আগে দুটি গোল করেছিলেন তিনি।
আজ বুধবার মস্কোতে ম্যাচের চতুর্থ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। হোয়াও মুতিনহোর কর্নারে রোনালদোর অসাধারণ হেড, বল ঠিকানা খুঁজে পায় মরক্কোর জালে।
এ নিয়ে চতুর্থ গোল করলেন রোনালদো। এর আগে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই পর্তুগিজ তারকা।
অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। এবারও আক্রমণে ছিলেন রোনালদো, তাঁর চমৎকার প্লেসিং সাইডবার ঘেঁষে বাইরে না গেলে গোল হতেও পারত।
৪০ মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করে পর্তুগাল। রোনালদোর বড়ানো বল ধরে গনসালো গুয়েডেসের শট মরক্কো গোলরক্ষক ফিস্ট করে কোনো মতে রক্ষা করেন।
এক গোলে পিছিয়ে পড়ে মরক্কো গোল পরিশোধের চেষ্টায় কয়েকটি আক্রমণ গড়েছিল ঠিক, কিন্তু তা আলোর মুখ দেখেনি। ভাঙতে পারেনি পর্তুগালের রক্ষণভাগ।
পর্তুগাল আগের ম্যাচে স্পেনের বিপক্ষে ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল। আর মরক্কো ১-০ গোলে হেরেছিল ইরানের কাছে।