দিল্লিতে দ্বিতীয় স্থানে সিদ্দিকুর

Looks like you've blocked notifications!
হিরো ইন্ডিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে একটি শট খেলছেন সিদ্দিকুর রহমান। ছবি : এশিয়ান ট্যুরের সৌজন্যে

প্রথম রাউন্ড শেষে আরো চারজনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। শুক্রবারও কিছুটা সময়ের জন্য সবার ওপরে ছিলেন সিদ্দিকুর রহমান। তবে হিরো ইন্ডিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড শেষে একধাপ অবনমন হয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার। 

দিল্লি গলফ ক্লাব মাঠে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলে পারের চেয়ে ৯ শট কম খেলেছেন তিনি।

দুই রাউন্ড মিলে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে আছেন ভারতের শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়া। 

২০১৩ সালের নভেম্বরে সিদ্দিকুর হিরো ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেটা ছিল এশিয়ান ট্যুরে তাঁর দ্বিতীয় শিরোপা। দেশের প্রথম পেশাদার গলফার প্রথম শিরোপা জিতেছিলেন ২০১০ সালের আগস্টে, ব্রুনেই ওপেনে।