দুটি শেষমুহূর্তের গোলে জয় পেল সৌদি আরব
ভাগ্যটা আসলেই খারাপ মোহাম্মদ সালাহর মিসরের। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ২-১ গোলে হারতে হয়েছে তাদের।
এমনিতেও ম্যাচটির কোনো মূল্য ছিল না। শুধু সৌজন্য রক্ষার জন্যই মাঠে নেমেছিল মিসর আর সৌদি আরব। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এই দুই দলের। তবে সৌদি আরব কিছুটা সান্ত্বনা খুঁজতে পারবে যে, একেবারে খালি হাতে ফিরতে হলো না তাদের। অন্তত একটা জয়ের সাফল্য তারা নিয়ে যেতে পারবে নিজ দেশে। অন্যদিকে সব হারানোর বেদনা নিয়ে বাড়ি ফিরছে মিসর।
এবারের বিশ্বকাপে মিসরের সবচেয়ে বড় আক্ষেপের নাম মোহাম্মদ সালাহ। ক্লাব ফুটবলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন এই তারকা। তাঁকে ঘিরেই অনেক জল্পনা-কল্পনা হয়েছিল বিশ্বকাপের আগ দিয়ে। কিন্তু আগমুহূর্তে ইনজুরির কারণে প্রথম ম্যাচটাতে মাঠেই নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না প্রথম একাদশে। তারপরও সেই ম্যাচে একটি গোল করেছিলেন সালাহ।
আজ সৌদি আরবের বিপক্ষেও মিসরের একমাত্র গোলটি এসেছে সালাহর সৌজন্যে। ২২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এই তারকা। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেয় সৌদি আরব। ৪৫ মিনিটের খেলা শেষে যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় সৌদি আরব। ম্যাচের জয়সূচক গোলটিও তারা পায় একেবারে শেষমুহূর্তে। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে। ফলে দুটি শেষমুহূর্তের গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মিসরকে।
‘এ’ গ্রুপের অপর লড়াইয়ে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছে লুইস সুয়ারেজের দল।