পর্তুগালের বিপক্ষে এগিয়ে সুয়ারেজের উরুগুয়ে

Looks like you've blocked notifications!

প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সামর্থ্যের বিছারে এই দলটির বিপক্ষে উরুগুয়ে কিছুটা পিছিয়েই ছিল। অথচ তারাই কিনা নাড়িয়ে দিয়েছে ইউরোপের দলটির ভীত। তাই ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে সুয়ারেজের দল।

সোচিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুর্বার উরুগুয়ে। তাই সাফল্য পেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা (১-০)। লুইস সুয়ারেজের চমৎকার ক্রসে এডিনসন কাভানি হেডে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো উরুগুয়ে, যদি না সুয়ারেজের ফ্রি-কিক পর্তুগাল গোলরক্ষক রুখে না দিতো।

শুরুতে পর্তুগালও একটি সুযোগ পেয়েছিল, ৬ মিনিটে বক্সের বাইরে থেকে রোনালদোর আচমকা শট, গোলরক্ষক ধরে ফেলে বল। এছাড়া খুব বেশি সুযোগ আদায় করতে পারেনি তারা।

এর আগে দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে বিধ্বস্ত প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।