শুধু হতাশাই সঙ্গী বাংলাদেশের
ভয়াবহ দুঃসময়ের মধ্যেই পড়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে হোয়াইটওয়াশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরো দুর্দশার মধ্যে পড়েছেন সাকিব-তামিম-মুশফিকরা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো লেজেগোবরে অবস্থা টাইগারদের। না বল হাতে, না ব্যাট হাতে—কোনো দিক দিয়েই সুবিধা করে উঠতে পারছেন না সাকিবরা। অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংস শেষেই ইনিংস ব্যবধানে পরাজয় এক প্রকার প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত তা-ই হলো। এক ইনিংস ও ২১৯ রানের রেকর্ড ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ।
টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। যে উইকেটে বাংলাদেশ এমন দুর্দশার মাঝে পড়েছে, সেখানেই উইন্ডিজ ব্যাটসম্যানরা দেখিয়েছেন দুর্দান্ত দাপট। ক্রেইগ ব্রেথওয়েটের শতকে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ৪০৬ রান। বল হাতে নিষ্প্রভ হয়ে ছিলেন বাংলাদেশের বোলাররা।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৬২ রান। তৃতীয় দিনের প্রথম সেশনেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয়। নুরুল হাসান ব্যাট হাতে দলকে কিছুটা বিপর্যয় কাটানোর রসদ জুগিয়ে যান। কিন্তু তাতে কেবল পরাজয়ে বিলম্ব ঘটে, হার এড়াতে পারেনি বাংলাদেশ। নুরুল হাসানের ৬৪ রানে ভর করে ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের রান ১৮৭। ফলে ইনিংস ও ২১৯ রানে জয় নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকল উইন্ডিজরা।
দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে জ্যামাইকায় শুরু হবে।