গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার মড্রিচ
এবারের বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছে ক্রোয়েশিয়া। ফাইনালে উঠে শিরোপার উল্লাস করতে পারেনি ঠিক, কিন্তু ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে তারা। দলের এই সাফল্যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অধিনায়ক লুকা মড্রিচ। এর পুরস্কারও পেয়েছেন তিনি, এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন তিনি।
মড্রিচ ছিলেন ক্রোয়েশিয়ার মাঝমাঠের ভরসা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে তাঁর দল রানার্সআপ হয়।
এবারের আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। দলের জয়ে ফাইনালে একটি গোল করেন তিনি। মোট চার গোল করে পুরো আসরে বেশ নজর কাড়েন তিনি।
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন বেলজিয়ামের থিবো কর্তোয়া। তাঁর দল রাশিয়ার বিশ্বকাপে তৃতীয় হয়েছে।
সবচেয়ে বেশি গোল করে ইংল্যান্ডের হ্যারি কেন জিতেছে গোল্ডেন বুট। চলতি আসরে সবচেয়ে বেশি ছয়টি গোল করেছেন হ্যারি কেন।