রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন এমবাপে

Looks like you've blocked notifications!

মাত্রই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল। কিলিয়ান এমবাপের ফ্রান্স জিতেছে রাশিয়া বিশ্বকাপের শিরোপা। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তরুণ স্ট্রাইকার। তাই পেয়েছেন সেরা উদীয়মানের পুরস্কার। বিশ্বসেরা ক্লাবগুলো তাই তাঁকে পেতে আগ্রহী হয়ে ওঠে। বিশেষ করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এই ফরাসি তরুণ দলটিতে যোগ দিতে পারেন।

না, সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন এমবাপে নিজেই। আরো এক বছর প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) থাকছেন তিনি। ভবিষ্যতেও পিএসজিতে খেলার কথা জানিয়েছেন তিনি।

গত মৌসুমে ফরাসি দল মনাকো থেকে লিগ ওয়ানের দল পিএসজিতে যোগ দেওয়া এমবাপের এখনই দল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি পিএসজির সঙ্গেই থাকতে চাই, তাদের সঙ্গে থেকে অনেক দূর যেতে চাই। তা ছাড়া আমার ক্যারিয়ার সবে  শুরু হয়েছে।’

পিএসজির হয়ে ২০১৭-১৮ মৌসুমে অংশ নিয়ে এমবাপে ২১টি গোল করেছেন।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করে ফ্রান্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর বিশ্বকাপে চার গোল করেন তিনি।