ফখর জামানের ব্যাটে নতুন উচ্চতায় পাকিস্তান
২০১০ সালে ক্রিকেট বিশ্বকে নতুন এক মাইলফলকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের ওয়ানডেতে করেছিলেন ২০০ রান। তারপর থেকে গত ৮ বছরে আরও বেশ কয়েকবার এই কীর্তির পুনরাবৃত্তি করেছেন রোহিত শর্মা, ক্রিস গেইলরা। আজ পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই দ্বিশতকের বিরল ক্লাবে নাম লেখালেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান ফখর জামান।
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ফখর জামানের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৯৯ রান। মাত্র একটি রানের জন্য আরেকটি মাইলফলক ছোঁয়া হয়নি পাকিস্তানের। তবে এটাই ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে পাকিস্তান করেছিল ৩৮৫ রান।
ফখর জামান শুরু থেকে শেষপর্যন্ত ব্যাটিং করে অপরাজিত ছিলেন ২১০ রান নিয়ে। এটাও পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নতুন রেকর্ড। এর আগে যেটি ছিল সাঈদ আনোয়ারের দখলে। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে তিনি করেছিলেন ১৯৪ রান।
ওয়ানডেতে ২০০ রানের ইনিংস ফখর জামানের আগে খেলেছিলেন মাত্র পাঁচজন ব্যাটসম্যান। এর মধ্যে ভারতের ওপেনার রোহিত শর্মা একাই খেলেছেন তিনটি দ্বিশতকের ইনিংস। ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটির পাশেও আছে রোহিত শর্মার নাম। এছাড়া এখানে আছে আরেক ভারতীয় বীরেন্দর শেবাগ, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের নাম।
ফখর জামানের সঙ্গে দারুণভাবে জ্বলে উঠেছিলেন পাকিস্তানের আরেক ওপেনার ইমাম উল হক। ১১৩ রানের ইনিংস খেলে তিনি আউট হয়েছিলেন ৪২তম ওভারের শেষ বলে। ততক্ষণে আরও একটা নতুন রেকর্ড গড়া হয়ে গেছে পাকিস্তানের। ওয়ানডেতে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির নতুন রেকর্ডের পাশেও এখন লেখা হবে ফখর ও ইমামের নাম। তাঁরা ওয়ানডে ইতিহাসের প্রথম উদ্বোধনী জুটি হিসেবে যোগ করেছেন ৩০০-র বেশি রান। তাদের জুটিটি ছিল ৩০৪ রানের।
এর আগে এই রেকর্ডটি ছিল সনাৎ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গার দখলে। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁরা গড়েছিলেন ২৮৬ রানের উদ্বোধনী জুটি।