শেষ পর্যন্ত তিতের ওপরই আস্থা রেখেছে ব্রাজিল

Looks like you've blocked notifications!

রাশিয়া বিশ্বকাপে আশানুরূপ সাফল্য না পেলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) কোচ তিতের ওপরই যে আস্থা রাখতে যাচ্ছে, সেটা আগেই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। এক বিবৃতিতে সিবিএফ তিতেকে রেখে দেওয়ার কথা জানায়।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা রাশিয়া বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নেয় বেলজিয়ামের কাছে হেরে। অবশ্য তিতের অধীনে এর আগে টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল।

২০১৬ সালের জুনে দুঙ্গার জায়গায় ব্রাজিল দলে কোচের দায়িত্ব পান তিতে। তাঁর অধীনে ব্রাজিল বাছাইপর্বে দারুণ সাফল্য পায়, একেবারে অনায়াসে মূলপর্বে ওঠে দল। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উঠে যায় দল। কিন্তু শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল।

তবে তিতের অধীনে দলের পারফরম্যান্সে খুব‌ই খুশি সিবিএফ। তাঁর অধীনে ২৬টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে ব্রাজিল। জিতেছে ২০টি ও ড্র হয়েছে চারটি।

অবশ্য এর  আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর বরখাস্ত হয়েছিলেন কোচ আলবার্তো পেরেইরা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও শেষ আট থেকে বিদায় নেয় তারা। সেবার নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হারের পর দুঙ্গা চাকরি হারান। আর ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে দেশের মাটিতে জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলে হারের পর লুই ফিলিপ স্কোলারিও সরে দাঁড়িয়েছিলেন।