ম্যানইউর বিপক্ষে লিভারপুলের বড় জয়
ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ শেষ। এবার আবার শুরু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তোড়জোড়। নতুন মৌসুম শুরুর আগে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের এমনই এক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই শীর্ষ ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর এখানে রেড ডেভিলদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ই পেয়েছে লিভারপুল।
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন লিভারপুলের সেনেগালিজ উইঙ্গার সাদিও মানে। এই গোল শোধ করতে অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৩১ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান আন্দ্রেস পেরেইরা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ১-১ ব্যবধানের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লড়াই। এ সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাই হয়তো ছিল অনেকের।
কিন্তু দ্বিতীয়ার্ধের খেলাটা হয়েছে পুরোপুরি একতরফা। ম্যানচেস্টার ইউনাইটেডের জালে তিনবার বল জড়িয়েছে লিভারপুল। এর মধ্যে ৮২ মিনিটে ম্যাচের শেষ গোলটি জার্ডান শাকিরি করেছেন দুর্দান্ত এক ওভারহেড কিক থেকে। এর আগে ৬৬ মিনিটে লিভারপুলকে ২-১ ব্যবধান এগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল স্টুরিজ। আর ৭৪ মিনিটের মাথায় দলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন তরুণ উইঙ্গার শেইয়ি ওজো। এই গোলটি তিনি করেছেন পেনাল্টি থেকে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অপর ম্যাচগুলোতেও ছিল ইংল্যান্ডের ক্লাবগুলোর জয়জয়কার। জয় পেয়েছে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। পর্তুগালের ক্লাব বেনফিকাকে টাইব্রেকারে হারিয়েছে জুভেন্টাস।