বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে গেইল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ফলে আগামীকাল বুধবার সেন্ট কিটসে শুরু হতে যাওয়া এই সিরিজে দেখা যাবে না এই ক্যারিবীয় তারকাকে। তাঁর বদলে ১৩ জনের দলে স্থান পেয়েছেন শাডউইক ওয়ালটন এবং শেলডন কটরেল।
শাডউইক ও কটরেলের মধ্যে কেউই লর্ডসে আইসিসি বিশ্ব একাদশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ছিলেন না। কিন্তু কটরেল বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজে ৫৯ রান দিয়ে একটি উইকেট পান। তারা কিছুদিন আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেন, যেখানে এই ২৮ বছর বয়সী পেসার সবচেয়ে বেশি উইকেট পান এবং এই ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়ালটন দুটি অর্ধশতক করেন। হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজ থেকে বাদ পড়া মারলন স্যামুয়েলস দলে ফিরেছেন।
দেশটির নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন এ ব্যাপারে বলেন, ‘আমরা ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছি এবং বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে বাঁহাতি বোলার শেলডন কর্টেলকে দলে নেওয়া হয়েছে। প্রীতি ম্যাচে ভালো করেছে এ রকম খেলোয়াড়কে দলে নেওয়া হয়।’
ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্রাফেট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, রোভমান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, শাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।