ফাইনালে মুখোমুখি ফেদেরার-জোকোভিচ
সিমোনা হালেপ ও সেরেনা উইলিয়ামসকে হারের স্বাদ দিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ফ্লাভিয়া পেনেত্তা ও রবার্তা ভিঞ্চি। মেয়েদের এককের সেমিফাইনালে পর পর দুটি অঘটন সতর্ক করে দিয়েছিল ছেলেদের এককের দুই শিরোপা প্রত্যাশী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে। বাড়তি সতর্ক হয়েই হয়তো প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি টেনিসের সেরা দুই তারকা। জোকোভিচ ৬-০, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন গতবারের শিরোপাজয়ী মারিন সিলিককে। আর ফেদেরার ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্বদেশি স্টান ভাভরিঙ্কাকে।
ফাইনালে উঠেই বিরল এক কৃতিত্ব অর্জন করেছেন জোকোভিচ। ছেলেদের এককের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই বছরে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন এই সার্বিয়ান তারকা। তাঁর আগে এই কীর্তি করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রড লেভার ও রজার ফেদেরার। এবার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিততে পারলে ২০১১ সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন জোকোভিচ। সেবারও তিনি জিতেছিলেন তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। ওপেন যুগে এই কীর্তি করতে পেরেছেন মাত্র পাঁচজন। আর এই একই কীর্তি একাধিকবার করেছেন শুধু জোকোভিচের প্রতিপক্ষ ফেদেরার। ২০০৪, ২০০৫ ও ২০০৭ সালে একই বছরে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন এই সুইস তারকা।
অপরদিকে ফেদেরারের সামনে আছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার হাতছানি। ইউএস ওপেনের ওপেন যুগে সবচেয়ে বেশি পাঁচটি করে শিরোপা জয়ের রেকর্ডটি এখন ফেদেরার ভাগাভাগি করছেন যুক্তরাষ্ট্রের দুই কিংবদন্তি জিমি কনোর্স ও পিট সাম্প্রাসের সঙ্গে। এবারের শিরোপাটি জিতলেই এই দুজনকে পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন ফেদেরার।