চীনে নেইমারের সামনে মোনাকো পরীক্ষা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/02/photo-1533215606.jpg)
নেইমার শেষ তাঁর ক্লাবের হয়ে খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে। এত দিন ক্লাব ফুটবলের বাইরে থাকার পর এখন দেখা যেতে পারে ট্রফি দেস চ্যাম্পিয়নের শনিবারের ম্যাচে। পিএসজির হয়ে প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নতুন কোচ থমাস টুশেলের সঙ্গে চীনে পৌঁছেছেন নেইমার। শনিবারে শেনজেনে ট্রফি দেস চ্যাম্পিয়নে পিএসজির মুখোমুখি লিগ ওয়ানের প্রতিপক্ষ মোনাকো।
পার্ক দেস প্রিন্সেসে যাওয়ার আগে এই সাবেক বার্সা তারকা ৩০ ম্যাচে ২৮ গোলের এক অসাধারণ শুরু দিয়েছেন তাঁর নতুন ক্যারিয়ারকে। যদিও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজি বিদায় নেয়। নেইমার ক্লাবের হয়ে শেষ খেলেন মার্সিলির বিরুদ্ধে এবং সেখানে পায়ের একটি হাড়ে ফ্র্যাকচার হয় তাঁর। এই ইনজুরি তাঁকে ঘরোয়া সব খেলা থেকে বাইরে রাখলেও ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার আগে ঠিকই সেরে ওঠেন তিনি। তিতের ছেলেরা বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিলেও নেইমার সেখানে দুটি গোল করতে সমর্থ হন। পিএসজি নেইমারের মোনাকোর বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণের কথা নিশ্চিত করায় পৃথিবীর অন্যতম দামি এই ফুটবল খেলোয়াড়ের নিজেকে প্রমাণ করার সুযোগ আরেকবার এসেছে।