‘একজনের ওপর নির্ভর করলে ব্যর্থ হতে বাধ্য’

Looks like you've blocked notifications!

রাশিয়া বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে। তাই দলটিকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সে ধারাবাহিকতায় এবার যোগ  দিয়েছেন দলটির সাবেক মিডফিল্ডার সেবাস্তিয়ান ভেরন। লিওনেল মেসির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই দলটির এই ব্যর্থতা বলে মনে করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে খেলা সাবেক মিডফিল্ডার ভেরন বলেন, ‘গত কয়েকটি বছরে মেসির ওপর  অনেক বেশি চাপ দেওয়া হয়েছে। আর এর ফল ভালো হয়নি। এখনো তারা মেসির দিকেই তাকিয়ে আছে। এটা ঠিক নয়।’

মেসি না থাকলে ফেডারেশন ভালো পৃষ্ঠপোষক পাবে না এই ধারণা ভুল বলেও মনে করেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘আমাদের এই ভাবনাটা একেবারেই ভুল। সবার আগে প্রয়োজন একটা ভালো দল তৈরি করা। যারা ভবিষ্যতে দলের হাল ধরবে। এটা ঠিক মেসি সহযোগিতা করে আসছে। তাঁকে বাদ দিয়ে কিছুই হবে না। তবে মেসির একার পক্ষে কিছু করা সম্ভব নয়। যে কোনো একট দল নিয়ে সে পারবে না সাফল্য এনে দিতে।’

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা কোনোমতে শেষ ষোলতে উঠলেও ফ্রান্সের কাছে বিদায় নেয় তারা। তা ছাড়া গ্রুপ পর্বেও তারা খুব একাট ভালো ফুটবল খেলেনি। কোনোমতে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেও ব্যর্থ হয়েই ফিরতে হয় তাদের।