ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
আগের ম্যাচেই ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। উদ্বোধনীতে নেমে মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। সে তিনিই সিরিজের অঘোষিত ফাইনালে ব্যাট হাতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন। তাঁর চমৎকার হাফসেঞ্চুরির ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৫ লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।
ম্যাচে টস জিতে বাংলাদেশের শুরুটা খুব একটা মন্দ হয়নি, ওপেনিংয়ে ৬১ রানের জুটি গড়ে। তবে পুরো সিরিজে দারুণ খেলা তামিম ইকবাল এদিন মাত্র ১৩ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলে কিছুটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সে ধারাবাহিকতা তৃতীয় ও চতুর্থ নম্বরে নামা সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (১২) ব্যর্থ হন।
তবে এক পাশ আগলে রেখেছিলেন লিটন। ৩২ বলে ৬১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথ দেখান। এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ছয়টি চার ও তিনটি ছক্কার মার দিয়ে।
তবে এদিন বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান, ২২ বলে ২৪ রান করেন। তবে পঞ্চম উইকেটে আরিফুল হককে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ দারুণ দৃঢ়তা দেখালে প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ ছুঁড়ে দেওয়া সম্ভব হয়।
মাহমুদউল্লাহ শেষ দিকে নেমে ২০ বলে ৩২ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সাপার্ট দেন আরিফুল হক, তিনি করেন ১৬ বলে ১৮ রান। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জিততে কলে করতে হবে ১৮৫ রান। আর সিরিজ জিততে বাংলাদেশের চাই দশ উইকেট। শেষ পর্যন্ক সাফল্য পায় সেটাই দেখার।