বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান ভিদাল
জুভেন্টাস এবং বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার আক্ষেপ আর্তুরো ভিদাল বার্সেলোনার হয়ে ঘুচাতে চান। ৩১ বছর বয়সী এই চিলিয়ান মিডফিল্ডার গত দুই মৌসুমেই বায়ার্ন মিউনিখে খেলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছেন। কিন্তু তাঁর মতে, নতুন দলের সবচেয়ে বড় প্রতিপক্ষের কাছে নিজেকে প্রমাণের কিছু দেখছেন না এই তারকা।
গতকাল সোমবার এক সাক্ষাৎকারে ভিদাল বলেন, ‘আমি জানি না মাদ্রিদের সঙ্গে আমার কোনো হিসাব-নিকাশ বাকি আছে কি না, তবে চ্যাম্পিয়নস লিগের সঙ্গে অবশ্যই আছে, যেটা আমার লক্ষ্য। আমি বার্সেলোনার হয়ে আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমাদের খেলা রিয়াল মাদ্রিদের বিপক্ষে পড়লে তখন দেখব কী হয়।’
২০১৭ সালে বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে এবং ২০১৮ সালে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়। এই বছরের শুরুতে ভিদাল রিয়ালকে নিয়ে যে হতাশায় ভুগছিলেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটিকে সমালোচনা করে প্রকাশ করেন এবং দলটি বাজে রেফারিংয়ের সুবিধা নিয়েছে বলে মন্তব্য করেন। ২০১৫ সালে বার্সেলোনার কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারার পর জুভেন্টাস থেকে বায়ার্নে যোগ দেন ভিদাল। জুভেন্টাসের হয়ে ২০১৩ সালে ভিদাল ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে পরাজিত হয়েছিলেন। ভিদাল ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকা বিজয়ী চিলির অন্যতম মূল খেলোয়াড় ছিলেন। গত বছর রাশিয়ার কনফেডারেশন কাপে রানার্স আপ হওয়া চিলি দলেও খেলেছিলেন তিনি।
আন্দ্রেস ইনিয়েস্তা, পলিনহো, লুকাস ডাইন এবং জেরার্ড ডুলোফু বিদায় নেয়ায় ভিদালের সঙ্গে বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্থার, ম্যালকম এবং ক্লিমেন্ট লেংলেট। গত সোমবার ইভান র্যাকিটিক, স্যামুয়েল উমতিতি, লুইস সুয়ারেজ, ফিলিপ কোতিনহো, ইয়েরি মিনা এবং থমাস ভার্মেলেন বিশ্বকাপের অবসর কাটিয়ে দলে যোগ দেন। দলের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, জর্ডি আলবা এবং ওসমান ডেম্বেলে। বর্তমান স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে তাই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখতেই পারেন ভিদাল।