আয়ারল্যান্ডে মুমিনুলের ঝলক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/08/photo-1533743185.jpg)
বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটের বাইরে তিনি। তমকা দেওয়া হয়েছে, মুমিনুল হক শুধু টেস্টের জন্যই ভালো। তবে শটার ভার্সন ক্রিকেটে তিনি যে এখনো বেশ ভালোই খেলতে পারেন, সেটা আরেকবার প্রমাণ করেছেন। শুধু ভালো বললে কম বলা হবে, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি।
আজ বুধবার আয়ারল্যান্ডে আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে মুমিনুল ১৮২ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন। যাতে বল খরচ করেছেন ১৩৩টি, আর ২৭টি চারের মার রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বিদেশের মাটিতে এটি কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
অবশ্য লিস্ট ‘এ’ ক্রিকেটে ঘরের মাঠে সর্বোচ্চ ইনিংস রকিবুল হাসানের। তিনি করেছিলেন ১৯০ রান।
বিদেশে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের, ১৫৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ২০০৯ সালে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।
এদিন বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ওভারে তুলেছে ৩৮৫ রান। যাতে মিঠুন ৮৬ ও জাকির হাসান করেছেন ৭৯ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। পরের দুটি ম্যাচে একটিতে স্বাগতিকরা এবং আরেকটিতে বাংলাদেশ জেতে। আজ চতুর্থ ম্যাচ খেলছে এবং ১০ আগস্ট খেলবে পঞ্চম ওয়ানডে।
এ ছাড়া ১৩, ১৫ ও ১৭ আগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।