সাকিবের অধিনায়কত্বের প্রশংসায় স্টিভ রোডস

Looks like you've blocked notifications!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ নবনিযুক্ত কোচ স্টিভ রোডস। অন্যরা যা পারেননি, স্বল্প সময়ের দায়িত্বে তা করে দেখালেন এই ইংলিশ কোচ। নিজের প্রথম দায়িত্বেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ সাফল্য পেয়েছে দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিতেছে সাকিবরা। তাই বাংলাদেশ টেস্ট ও টি-টোয়োন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, সাকিব খবুই কুশলী অধিনায়ক।

সাকিব আল হাসান সম্পর্কে রোডস বলেন, ‘সাকিব খুবই কুশলী ও একজন চমৎকার অধিনায়ক। তাঁর ক্রিকেট খেলার ধরণ দেখে সবাই তাঁকে সমীহ করে। তাঁর ক্রিকেট খেলার কৌশলও অসাধারণ, বিশেষত টি-টোয়েন্টি। এ কারণেই সে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলেছে।’

সাকিব সম্পর্কে স্টিভ আরো বলেন, ‘আমরা যখন টসে হারলাম (প্রথম টেস্টে) এবং ৪৪ রানে অল আউট হলাম, তখন খেলা আমাদের বিপক্ষে চলে গিয়েছিল। এর জন্য সাকিবকে দায়ী করা যাবে না, সে খুবই ভালো দলনেতা। আমাদের যদি ভালো শুরু হতো এবং আমরা যদি টসে জিততে পারতাম, আমরা হয়তো আরো উজ্জীবিত থাকতাম।’

শেষ টি-টোয়েন্টিতে কোচের নজর কেড়েছিলেন লিটন দাস। তাঁকে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যাবে কি না তা জানতে চাইলে তিনি জানান, ‘লিটন অনেক ম্যাচে ভালো খেলতে পারেনি। শেষ টি-টোয়েন্টিতে সে অসাধারণ খেলেছে। সে দেখিয়েছে সে এমন একজন খেলোয়াড় যে বড় খেলাগুলো উপভোগ করতে জানে। ম্যাচে ভালো খেলে ম্যাচসেরা হওয়া তাঁর এবং বাংলাদেশের জন্য বিশেষ কিছু ছিল। তাই সুন্দর ভবিষ্যতের ব্যাপারে আমি আশাবাদী।’