শচীনপুত্র যখন মাঠকর্মী!

Looks like you've blocked notifications!

সাধারণত ক্রিকেট মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) অ্যাকাডেমির তরুণ শিক্ষার্থীদের লর্ডসে টেস্ট চলাকালীন গ্রাউন্ডসম্যান হিসেবে কাজে লাগানো হয়। যারা স্টেডিয়ামের প্রধান মাঠকর্মীদের সহকারী হিসেবে কাজ করে থাকেন। এবার সে তালিকায় দেখা গেল শচীনপুত্রকে।

অর্জুন এখন এমসিসিতে প্রশিক্ষণ নিচ্ছেন। তাই সেখানে গ্রাউন্ডসম্যানের দায়িত্ব পালন করেন তিনি। জুনিয়র টেন্ডুলকারের মাঠে নামা নিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটারে লেখা হয়েছে, ‘সে শুধুমাত্র প্রশিক্ষণেই নেই বরং সে আমাদের মাঠকর্মীদেরও সাহায্য করছে।’

অর্জুন টেন্ডুলকার গত জুলাইয়ে যুব টেস্টের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৩৩ রান খরচায় এক উইকেট এবং দ্বিতীয় ইনিংসেও ৩২ রান দিয়ে এক উইকেট পান।

অবশ্য কিছুদিন আগে ইংলিশ নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের  সঙ্গে একটি রেস্টুরেন্টে থাকা অবস্থায় অর্জুন টেন্ডুলকার একটি ছবি ইন্সটাগ্রামে আপলোড দিলে সেটি নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি।