ইনিংস ব্যবধানে হার ভারতের
অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ভারতকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছিলেন বিরাট কোহলি। নিজে করছিলেন অসাধারণ ব্যাটিং। সেইসঙ্গে তাঁর দলও পাচ্ছিল দারুণ সব সাফল্য। তবে এবার ইংল্যান্ড সফরে গিয়ে মুদ্রার অপর পিঠটাও দেখতে হচ্ছে কোহলিকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচটা বেশ উত্তেজনাপূর্ণ হলেও দ্বিতীয় ম্যাচে একতরফাভাবে হেরে গেছে সফরকারী ভারত। বিরাট কোহলির নেতৃত্বে এই প্রথম ভারত পেল ইনিংস ব্যবধানে হারের স্বাদ। তিন দিনের মধ্যেই ভারত ম্যাচটি হেরে গেছে ইনিংস ও ১৫৯ রানের বিশাল ব্যবধানে।
লর্ডস টেস্টের প্রথম দিনটি নষ্ট হয়েছিল বৃষ্টির বাধায়। দ্বিতীয় দিনে খেলা শুরুর পর টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৫.২ ওভার ব্যাটিং করেই ভারত গুটিয়ে গিয়েছিল ১০৭ রানে। ৮ নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ২৩ রান এসেছে অধিনায়ক কোহলির ব্যাট থেকে। ১৮ রান করেছেন অজিঙ্কা রাহানে। ইংল্যান্ডের পক্ষে ১৩.২ ওভার বোলিং করে মাত্র ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড জমা করে রানের পাহাড়। ক্রিস ওকসের দুর্দান্ত এক শতকে ভর করে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৯৬ রান। ১৩৭ রান করে অপরাজিত ছিলেন ওকস। মাত্র ৭ রানের জন্য শতক পূর্ণ করতে পারেননি জনি বেয়ারস্টো। ৪০ রানের ইনিংস এসেছে স্যাম কুরানের ব্যাট থেকে।
২৮৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে আবার বিপর্যয়ের মুখে পড়ে ভারত। এবার তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে। এবারও দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি এসেছে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে। ইংল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।