লা লিগায় দারুণ সূচনা রিয়াল মাদ্রিদের
২০০৯ থেকে রিয়াল মাদ্রিদের সেরা তারকা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই রিয়াল পেয়েছিল স্মরণীয় কিছু সাফল্য। তবে স্পেনের অন্যতম সেরা এই ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ করেছেন রোনালদো। বিশ্বকাপ শেষ করেই তিনি নাম লিখিয়েছিলেন ইতালির সেরা ক্লাব জুভেন্টাসে। তবে এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদের সূচনাটা ভালোই হয়েছে। রোনালদোকে ছাড়াই ২-০ গোলের জয় দিয়ে শুভসূচনা করেছে রিয়াল।
রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোয় গ্যারেথ বেলই যে রিয়াল মাদ্রিদের নতুন তারকা হয়ে উঠতে যাচ্ছেন, তেমন আভাসও পাওয়া গেল এবারের মৌসুমের লা লিগায় তাদের প্রথম ম্যাচে। গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করেছেন গ্যারেথ বেল। অপর গোলটি এসেছে দানিয়েল কারভাহালের সৌজন্যে।
নিজেদের মাঠে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০ মিনিটের মাথায় গোল করেছিলেন কারভাহাল। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন গ্যারেথ বেল। ৫১ মিনিটের মাথায় তিনি করেন ম্যাচের দ্বিতীয় গোলটি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে, অ্যাসেনসিওর একটি জোড়ালো শট গোলপোস্টে লেগে ফিরে না এলে ব্যবধানটা ৩-০ হতে পারত।
লা লিগায় শুরুটা ভালো হলেও এবারের মৌসুমের সার্বিক শুরুটা অবশ্য সন্তোষজনক ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। গত বুধবার উয়েফা সুপার কাপে তারা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরে গিয়েছিল ৪-২ গোলে। কোচ জিনেদিন জিদান ও প্রধান তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে চলে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে হয়তো আরো কিছু সময় লাগবে রিয়ালের।