ভারতের টেস্ট দলে দুই নতুন মুখ

ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে শুরুটা ভালো হয়নি ভারতের। তবে তৃতীয় ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এখন সিরিজের বাকি দুটি ম্যাচেও জয়ের দিকে চোখ সফরকারীদের।
আর এ জন্য শেষ দুই ম্যাচের দলে কিছু পরিবর্তন এনেছে ভারত। দেখা যাচ্ছে দুই নতুন মুখ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো টেস্ট অভিষেক হয়ে যেতে পারে পৃথিবী শা ও হানুমা বিহারির।
প্রথম দুই টেস্টে আশানুরূপ নৈপুণ্য দেখাতে না পারায় তৃতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন ওপেনার মুরালি বিজয়। তাঁর জায়গায় দলে এসেছিলেন শিখর ধাওয়ান। এবার চতুর্থ টেস্টে মাঠে দেখা যেতে পারে নতুন কাউকে।
১৮ বছর বয়সী পৃথিবী শা দলে ডাক পেয়েছেন সাম্প্রতিক ভালো নৈপুণ্যের কারণে। গত মাসে ভারত ‘এ’ দলের হয়ে তিনি ১৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। আর ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক পারফরমার বিহারি। ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাঁর ব্যাটিং গড় ৫৯.৭৯।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট।
ভারত দল : বিরাট কোহলি, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথিবী শা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, সরদুল ঠাকুর, করুন নায়ার ও হানুমা বিহারি।