ব্রাডম্যানের স্মৃতি ফেরাবে কোহলির ভারত?
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে গেলে সিরিজ হার নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ব্যতিক্রমও যে কিছু ঘটে না, তেমন না। যেমনটা ঘটেছিল ১৯৩৬-৩৭ মৌসুমে ডন ব্রাডম্যানের অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
এবার বিরাট কোহলির ভারতের সামনেও আছে তেমনই এক বিরল নজির গড়ার হাতছানি। ব্রাডম্যানের অস্ট্রেলিয়ার কথা বেশ ভালোমতোই স্মরণ করিয়ে দিচ্ছে কোহলির ভারত। অসাধারণ ব্যাটিং করে কোহলিও যেন হাঁটছেন ব্রাডম্যানেরই পথে।
১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে ২৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন ব্রাডম্যান। এরপর চতুর্থ ও পঞ্চম টেস্টে ব্রাডম্যানের ব্যাট থেকে এসেছিল ২১২ ও ১৬৯ রানের দারুণ দুই ইনিংস। তাঁর দল অস্ট্রেলিয়াও জিতেছিল তিনটি ম্যাচেই। আর শেষপ র্যন্ত অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজটাও জিতে নিয়েছিল ৩-২ ব্যবধানে।
এবারের ইংল্যান্ড সফরে গিয়ে কোহলিও যেন ফেরাচ্ছেন ব্রাডম্যানের স্মৃতি। প্রথম দুটি টেস্টেই হেরে শুরুটা ভালো না হলেও তৃতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কোহলির ভারত। আর অধিনায়ক কোহলি নিজে এই তৃতীয় টেস্টের দুই ইনিংসে খেলেছেন ৯৭ ও ১০৩ রানের দারুণ দুটি লড়াকু ইনিংস। এখন সিরিজের বাকি দুটি ম্যাচেও তিনি ব্রাডম্যানের মতো জ্বলে উঠতে পারবেন কি না, সেদিকেই উৎসুক দৃষ্টি ক্রিকেটপ্রেমীদের।
ব্রাডম্যানের সেই কীর্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল ভারতের কোচ রবি শাস্ত্রীকে। কোহলির ওপর পূর্ণ আস্থাও আছে শাস্ত্রীর। তবে এখনই সিরিজ জয়ের কথা না ভেবে পরবর্তী ম্যাচের কথাই আগে ভাবতে চাইছেন ভারতের কোচ। তিনি বলেছেন, ‘আমাদের একটা একটা ম্যাচের কথা চিন্তা করতে হবে। আমরা সাউদাম্পটনে গিয়ে আবার নতুন করে শুরু করব।’