নিউক্যাসলের বিপক্ষে চেলসির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার সিটি। টানা দুই ম্যাচ জিতে দখল করেছিল শীর্ষস্থান। কিন্তু তৃতীয় ম্যাচে হোঁচট খেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর টানা তিনটি ম্যাচেই জয় দিয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে চেলসি। রোববার নিজেদের সর্বশেষ ম্যাচে তারা নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে ২-১ গোলে।
৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল গোলশূন্য সমতা। দীর্ঘ সময় ধরে কোনো গোল না হওয়ায় হয়তো হতাশই হয়ে পড়েছিলেন খেলা দেখতে বসা দর্শকরা। কিন্তু জমজমাট সব নাটকীয় ও রোমাঞ্চে ভরা মুহূর্ত যে বাকি সময়টুকুর জন্য জমানো ছিল, সেটা কে-ই বা জানত?
৭৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন এডেন হ্যাজার্ড। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন চেলসির এই ফরোয়ার্ড। তবে ম্যাচে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি চেলসি। ৮৩ মিনিটে একটি গোল করে খেলায় সমতা ফেরান নিউক্যাসল ইউনাইটেডের জোসেলু। ১-১ গোলের সমতা নিয়েই ম্যাচ শেষ হবে, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ৮৭ মিনিটের মাথায় ভাগ্য খুলেছে চেলসির। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন নিউক্যাসলের আন্দ্রে ইয়াডলিন। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।
প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে মাত্র তিনটি দল। লিভারপুল, চেলসি ও ওয়াটফোর্ড। তিন দলের ঘরেই জমা হয়েছে ৯ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সবার ওপরে আছে লিভারপুল। চেলসি আছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানের দখল নিয়েছে ওয়াটফোর্ড।