সাউদাম্পটন টেস্টে জমজমাট লড়াইয়ের আভাস
ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরে শুরুটা খুব বাজেভাবেই করেছিল ভারত। তবে তৃতীয় টেস্টে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও তারা ধরে রেখেছে সিরিজ জয়ের আশা। সাউদাম্পটনে শুরু হওয়া চতুর্থ টেস্টেও পাওয়া যাচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাউদাম্পটন টেস্টে শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৪৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছে ভারত। প্রথম দিন শেষে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। স্কোরবোর্ডে জমা করেছে ১৯ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ইংল্যান্ড। ৮৬ রান জমা করতেই সাজঘরে ফিরেছিলেন প্রথম সারির ছয় ব্যাটসম্যান অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার ও বেন স্টোকস। আট নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংসটি খেলে স্কোরটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন স্যাম কুরান। ৪০ রান করেছেন মইন আলি। ২৩ রান এসেছে বেন স্টোকসের ব্যাট থেকে। আর ১৭ রানের ছোট দুটি ইনিংস এসেছে অ্যালিস্টার কুক ও জেমস ব্রডের ব্যাট থেকে।
ভারতের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা। দুটি করে উইকেট গেছে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবীচন্দ্রন অশ্বিনের ঝুলিতে।