লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে বিপাকে পিকে
কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে কথা বলায় এমনিতেই স্পেনে খুব বিপাকে থাকেন জেরার্ড পিকে। ২০১০ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার প্রায়ই মাঠে নামলে দুয়োধ্বনি শোনেন স্পেনের সমর্থকদের কাছ থেকেই। এবার লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে বেশ ভালো ফাঁসাই ফেঁসেছেন এই কাতালান ডিফেন্ডার।
শুক্রবার দুপুরে গাড়ি নিয়ে বের হয়েছিলেন জেরার্ড পিকে। হঠাৎ রাস্তায় তাঁর গাড়ি আটকায় টহল পুলিশ। দেখা যায়, পিকের কাছে বৈধ কোনো লাইসেন্স নেই। ফলে সেই সময় অবৈধভাবে গাড়ি চালানোর দায়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় পিকেকে। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে পুলিশ। আর এজন্য বড় শাস্তিও পেতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। খুব দ্রুতই তাঁকে দাঁড়াতে হবে আদালতের কাঠগড়ায়। আর সেখানে দোষী প্রমাণিত হলে তাঁকে দেওয়া হতে পারে ছয় মাসের জন্য কারাদণ্ড। জরিমানা করা হতে পারে প্রায় তিন লাখ ইউরো। অথবা কমিউনিটির সেবায় কাজ করতে হতে পারে তিন মাস।