ইউরোপের নতুন প্রতিযোগিতা নেশনস লিগ
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দিক থেকে অনেকই আপত্তি ছিল প্রতিযোগিতাটি নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে গড়াতে চলেছে ইউরোপের নতুন একটি প্রতিযোগিতা। নেশনস লিগ নামে এই নতুন প্রতিযোগিতার প্রথম আসর বসবে এ বছরই।
উয়েফার উদ্যোগেই চালু হয়েছে এই নতুন প্রতিযোগিতা। প্রতি দুই বছর পরপর বসবে এই আসর। প্রথমেই ইউরোপের ৫৫টি দেশকে ভাগ করা হয়েছে চারটি বিভাগে। এই চারটি বিভাগের দলগুলো আবার বিভক্ত হবে চারটি গ্রুপে। আর সেই গ্রুপের খেলাগুলো হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে।
এই গ্রুপ পর্বের খেলাগুলো শেষে সেরা চারটি দল নিয়ে হবে একটি মিনি টুর্নামেন্ট। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আর সেখান থেকেই নির্ধারিত হবে কে হচ্ছে নেশনস লিগ চ্যাম্পিয়ন।
অনেক জটিল হিসাবের কারণে শুরুতে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন উয়েফার নতুন এই প্রতিযোগিতা নিয়ে। আর ক্লাব ফুটবলের কর্তাব্যক্তিরা আশঙ্কায় পড়েছেন তাঁদের খেলোয়াড়দের ওপর পড়া বাড়তি চাপ নিয়ে।
এই নেশনস লিগ দিয়ে নতুনভাবে দল গোছানোর স্বপ্ন দেখছে জার্মানি। ২০১৪ সালে বিশ্বকাপ শিরোপা জিতলেও এ বছরের সর্বশেষ বিশ্বকাপে জার্মানিকে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। সেই ধাক্কা সামলে আবার নতুন করে দল গোছানোর পরিকল্পনা করছেন কোচ জোয়াকিম লো।