পিসিবি সভাপতির দায়িত্বে এহসান মানি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হিসেবে এহসান মানির নাম ঘোষণা করা হয়েছে। পূর্বসূরি নাজাম শেঠির মতো এহসান মানিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি। দেশটির সংবিধান অনুযায়ী, ক্রিকেট বোর্ডের মূল পরিচালক হিসেবে ক্ষমতাবলে প্রধানমন্ত্রী দায়িত্বে থাকবেন। তাই পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান কর্তৃক বোর্ড অব গভর্নরের কাছে প্রস্তাবিত হওয়ার পর মানি সর্বসম্মতিক্রমে দায়িত্ব গ্রহণ করেন।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরই পিসিবিতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করেছিলেন অনেকেই। নাজাম শেঠির পদত্যাগের পরে সেই আঁচও পাওয়া গিয়েছিল। শেঠির পদত্যাগের পরই ইমরান খান টুইট করেন এবং বোর্ড অব গভর্নরের কাছে ইহসান মানির নাম প্রস্তাব করেন। চারদিন পর ইমরান খান আসাদ আলী খান নামের একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে মনোনয়ন দেন। তবে ১১ জনের সেই বোর্ডে মানি সর্বসম্মতিক্রমে দায়িত্বের জন্য মনোনীত হন।
মানি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ২০০৩ সালে আইসিসির সভাপতি হিসেবে কাজ করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে ক্রিকেট বিশ্বে ইহিসান মানি ১৯৮৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কাজ করেছেন। আইসিসি ফিন্যান্স ইন্ড মার্কেটিং কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মানি। ১৯৯৬ সালের বিশ্বকাপের সাংগঠনিক কমিটিতে তিনি পিসিবির প্রতিনিধি ছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।