ফিফা বর্ষসেরার তালিকা নিয়ে গ্রিজম্যানের ক্ষোভ
ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার একসময় অ্যান্তোনিও গ্রিজম্যানের হাতে উঠতে পারে—এমন কথাবার্তা অনেক দিন ধরেই চলছে ফুটবল বিশ্বে। ২০১৬ সালে সেরা তিন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছিলেন এই ফরাসি ফুটবলার। এ বছর ফ্রান্স বিশ্বকাপ জেতার পর গ্রিজম্যানের স্বপ্ন আরো জোরদার হয়েছিল। কিন্তু এবারও হতাশ হতে হয়েছে তাঁকে। আর এ নিয়ে বেশ ক্ষোভও প্রকাশ করেছেন গ্রিজম্যান।
বেশ কয়েক বছর ধরেই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা হাতবদল হচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। এ বছর সেই বৃত্ত ভেঙেও যেতে পারে। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর নাম থাকলেও নেই মেসির নাম। তিনজন খেলোয়াড় হলেন রোনালদো, লুকা মদ্রিচ ও মোহাম্মদ সালাহ।
ফ্রান্স বিশ্বকাপ শিরোপা জেতায় এবার গ্রিজম্যানের নামটাই এসেছিল বড় করে। কিন্তু শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম দেখতে না পেরে কিছুটা হতাশই হয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি এটার কথা ভাবছি। আর ক্রমাগত কাছাকাছি যাচ্ছি। ২০১৬ সালে যখন আমি তৃতীয় হয়েছিলাম, সে সময় আমি দুটি ফাইনালে হারের মুখ দেখেছি। আর এবার আমি জিতেছি তিনটি। এর চেয়ে বড় কিছু হতে পারে না। লিগের অনেক ট্রফি আপনার থাকতে পারে। কিন্তু বিশ্বকাপ-ইউরো; এগুলো এক জিনিস না। আমার এখন নিজেকেই প্রশ্ন করতে হবে যে এরচেয়ে বেশি আর কী করা যায়। আমি তিনটা বড় শিরোপা জিতেছি। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। কিন্তু ভোটটা তো আর আমি দিই না।’
শুধু গ্রিজম্যানই নন, বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের কাউকেই দেখা যায়নি ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায়। এ প্রসঙ্গে গ্রিজম্যান বলেছেন, ‘এটা খুবই অদ্ভুত। লজ্জাজনক। এই পুরস্কারটা তো ফিফাই দেয়। বিশ্বকাপও ফিফাই আয়োজন করে। তাই না? আমরা বিশ্বকাপ জিতলাম। কিন্তু এখানে কোনো ফরাসি ফুটবলারই নেই।’