এশিয়া কাপের দলে কি মমিনুল?
আর কদিন বাদেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এরই মধ্যে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। আসরটি যখন শুরু হওয়ার অপেক্ষায় তখনই একটা দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ, চোটে আক্রান্ত হয়েছেন তরুণ ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। তাই সংশয় দেখা দিয়েছে তাঁর এশিয়া কাপে খেলা নিয়েও। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় দলে স্থান পেতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হক।
সম্প্রতি অনুশীলনে ফিল্ডিং করার সময় বাঁহাতে চোট পেয়েছেন শান্ত। এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মুমিনুলের অন্তর্ভুক্তির ব্যাপারে বিসিবির অনুমোদন নিয়ে রাখা হয়েছে। তবে শান্তের চোটের রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
মমিনুল হকের টেস্ট গড় ৬৫ হলেও ওয়ানডে ম্যাচে তিনি গড়ে মাত্র ২৫ রান করেছেন। ফলে খুব ভালোভাবেই টেস্ট ব্যাটসম্যানের তকমা লেগেছে তাঁর ক্যারিয়ারে। তাই ওয়ানডে ম্যাচে তেমন সুযোগ পাচ্ছিলেন না। তবে নিজেকে বারবার প্রমাণের চেষ্টা করেছেন তিনি। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ১৮২ রান করেন তিনি। ফলে কোচ স্টিভ রোডসের নজরে এসেছেন তিনি। অন্যদিকে বোলিংয়ে অভিজ্ঞতা থাকায় বাংলাদেশ প্রয়োজনের সময় স্পিনও করতে পারবেন তিনি।
অন্যদিকে সৌম্য সরকারের ওয়ানডে ম্যাচে রানের গড় ৩৪.৫৩। আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে এই পেসার কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে ঠিকই অর্ধশতক পেয়েছেন। ফলে, বল হাতে তাঁকে দেখা না গেলেও প্রয়োজনের সময় জ্বলে ওঠার নজির রয়েছে এই ব্যাটসম্যানের। স্ট্রাইক রেটের পরিসংখ্যানও তাই বলছে। সৌম্যর ওয়ানডে স্ট্রাইক রেট ৯৬.৬০, সেখানে মমিনুলের স্ট্রাইক রেট মাত্র ৭৪.৫৮।