কুক-রুটের শতকে জয়ের পথে ইংল্যান্ড
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক খেলতে নেমেছেন বর্ণিল টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টটি তাই রাঙিয়ে নেওয়ার কোনো চেষ্টাই বাদ রাখেননি কুক। প্রথম ইনিংসে ৭১ রানের পর দ্বিতীয় ইনিংসেও তিনি খেলেছেন শতরানের ইনিংস। ১৪৭ রানের অনবদ্য এক বিদায়ী ইনিংস খেলেছেন কুক। শতক পেয়েছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুটও। দুই অধিনায়কের এই দারুণ ব্যাটিংয়ে ওভাল টেস্টে জয়ের পথেও অনেকখানি এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরুর পর ইংল্যান্ড গড়েছে ৪২৩ রানের বিশাল সংগ্রহ। সেটাও সব উইকেট না হারিয়ে। ৮ উইকেটে ৪২৩ রান সংগ্রহের পর ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তৃতীয় উইকেটে অ্যালিস্টার কুকের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে ২৫৯ রান জমা করেছিলেন রুট। তিনি খেলেছেন ১২৫ রানের অধিনায়কোচিত এক ইনিংস। আর কুকের ব্যাট থেকে এসেছে ১৪৭ রান।
রুট-কুকের দারুণ ব্যাটিংয়ে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৬৪ রান। বিশাল এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টালমাটাল হয়েছে ভারত। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ২ রান সংগ্রহ করতেই হারিয়েছে তিনটি উইকেট। সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলি। ৪৬ রান করে অপরাজিত আছেন ওপেনার লোকেশ রাহুল। ১০ রান নিয়ে উইকেট আছেন আজিঙ্কা রাহানে। ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছে ৫৮ রান।
ইংল্যান্ডের পক্ষে এখন পর্যন্ত দুটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। এক ওভারেই তিনি ফিরিয়েছিলেন ধাওয়ান ও পুজারাকে। আর কোহলির উইকেটটি নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।