আফগান প্রিমিয়ার লিগে একই দলে মুশফিক ও তামিম

Looks like you've blocked notifications!

এবার শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। তবে তা আফগানিস্তানে নয় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আসরে অংশ নিচ্ছে পাঁচ দল। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এ আসর। ফাইনাল হবে আগামী ২১ অক্টোবর।

আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও ওপেনার তামিম ইকবাল। দুজনকেই নিয়েছে একটি দল- নানগড়হার।

প্রিমিয়ার লিগে নানগড়হার ছাড়াও আছে পাকতিয়া, কাবুল, বালখ এবং কান্দাহার।

পাঁচ দলের পাঁচ আইকন হচ্ছেন ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ব্র্যান্ডন ম্যাককুলাম ও রশিদ খান।

সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, প্রতিটি দল ১৭ থেকে ২০ জন ক্রিকেটার নেবেন, যার মধ্যেপাঁচজন থাকবেন বিদেশি।  

মুশফিক ও তামিমের দলের আইকন হচ্ছেন আন্দ্রে রাসেল। এ ছাড়া আফ্রিদি পাকতিয়া দলের আইকন। কাবুলের আইকন রশিদ খান। গেইল বালখের আইকন এবং ম্যাককুলাম কান্দাহারের আইকন।

এসব দলে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররাও আছেন।

এখন অবশ্য এশিয়া কাপ নিয়ে ব্যস্ত পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের আসরটিও অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতেই।