‘তামিম এখন আর একটা নাম নয়, অনুপ্রেরণা’

হাতে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে। পরে জানা যায়, তাঁর কব্জিতে চিড় ধরা পড়েছে। এর জন্য মাঠের বাইরে থাকতে হবে অন্তত ছয় সপ্তাহ। এই বাঁহাতি ওপেনার কি না দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। এশিয়া কাপের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তামিমের এই সাহসিকতায় বিস্মিত হয়েছেন অনেকেই। আর সতীর্থরা তো রীতিমতো অভিভূত।
তামিমকে নিয়ে সতীর্থরা কী বলেছেন, এনটিভি অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো তা :
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক পেজে লিখেছেন, “দেশের জন্য তামিমের এমন দৃষ্টান্ত মানুষ কখনো ভুলবে না। তামিম ইকবাল এখন আর একটা নাম নয়, তামিম এখন একটা অনুপ্রেরণা। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ল, ঠিক তখনই হাল ধরেন ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম ও মিঠুন। তাঁদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পায় বড় সংগ্রহ। মুশিকে অভিনন্দন ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য।”
তামিমকে নিয়ে গর্বিত পেসার রুবেল হোসেন তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল তামিম ভাই। স্যালুট জানাই আপনাকে। আমি গর্বিত, আমি বাঙালি।’
আর মুশফিকুর রহিম তো তামিমকে ব্যাট করতে আসতে দেখে সাহস ফিরে পেয়েছেন। বলেছেনও, ‘তামিমকে ব্যাট করতে আসতে দেখে ভেবেছি, ওর জন্য এবং দেশের জন্য আমার কিছু করা উচিত।’
ম্যাচের ৪৭তম ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমান রানআউট হলে ব্যাটিংয়ে নেমে তামিম সবাইকে অবাক করে দেন। সে সময়ে এক হাতে ব্যাটিং করে চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। তাঁর এই সহযোগিতায় মুশফিকের দৃঢ়তায় দল চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ার সুযোগ পায়।