এবার ঘরের মাঠেই ব্যর্থ তারা
গত আগস্টে ঘরের মাঠে দারুণ সাফল্য পেয়েছিল তারা। জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সেই দলটিই কি না এবার এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে লজ্জাজনক ব্যর্থতা দেখিয়েছে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ৫-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে আরো বড় ব্যর্থতা দেখিয়েছে তারা। আরব আমিরাতের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ দল ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। বলা যেতে পারে একেবারেই অসহায় আত্মসর্পণ করেছে তারা। স্বাগতিকদের পক্ষে ৫২ মিনিটে একমাত্র গোলটি করেন মোহাম্মদ শাওন।
অবশ্য ম্যাচের ১২ মিনিটে আরব আমিরাতের পক্ষে আবদুল্লাহ আল নাগবি প্রথম গোল করে বাংলাদেশেকে হতাশ করেন। পরবর্তী ২৬ মিনিটে মাজিদ রশিদ, সুলতান সাঈদ ও আলী আমরো আরো তিনটি গোল করে প্রথমার্ধেই অতিথি দলটির জয় এক রকম নিশ্চিত করে ফেলেন।
দ্বিতীয়ার্ধে আরব আমিরাতের পক্ষে আরো দুটি গোল করে মাজিদ রশিদ দলের গোল ব্যবধান বড় করার পশাপাশি নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন।
দুই ম্যাচ হেরে বাংলাদেশ দল আসরের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়। আগামী বছর ভারতের হবে আসরের চূড়ান্ত পর্ব।