বঙ্গবন্ধু গোল্ডকাপে নেই সেই গোলরক্ষক সোহেল

Looks like you've blocked notifications!

বাংলাদেশে আয়োজিত ফুটবলের প্রতিযোগিতামূলক আসরের মধ্যে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা’ অন্যতম। এ বছর আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই আসর। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এই প্রতিযোগিতায় সর্বমোট ছয়টি দল অংশগ্রহণ করবে। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি দলগুলো হলো প্যালেস্টাইন, ফিলিপাইন, লাওস, নেপাল ও তাজিকিস্তান। গোল্ডকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মোট ৩১ জন খেলোয়াড়ের নামসহ তালিকা প্রকাশ করেছে বাফুফে। দলে রয়েছেন চারজন গোলরক্ষক, নয়জন ডিফেন্ডার এবং মিডফিল্ডার, উইঙ্গার ও স্ট্রাইকার রয়েছেন মোট ছয়জন করে। তবে, চারজন গোলরক্ষকের মধ্যে নাম নেই শহীদুল আলম সোহেলের। তাঁর ভুলেই এশিয়া কাপে নেপালের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। অথচ কাতারে এশিয়ান গেমসে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তবুও রানাকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় সোহেলকে। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সোহেল, উল্টো দলকে হারের বৃত্তে আটকে ফেলেন। এমনকি নীলফামারীতে প্রস্তুতি ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় একইভাবে গোল হজম করেন সোহেল। তাতে কথা শুনতে হয়েছে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রূপুকেও। দল নির্বাচনে নাকি কোচকে প্রভাবিত করেছেন তিনি! তাই সব বিতর্ক মিলে এবার দলে নেই শহীদুল আলম সোহেল। দলে বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ওয়ালি ফয়সাল, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, উইঙ্গার সোহেল রানাসহ আরো অনেকে স্থান পেয়েছেন।

বাফুফে জানিয়েছে, আগামী ২০ তারিখ থেকে কারওয়ান বাজারস্থ হোটেল লা ভিঞ্চিতে তাঁদের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : আশরাফুল রানা, আনিসুর রহমান, রাসেল মাহমুদ, মাহফুজ হাসান প্রিতম (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, ওয়ালী ফয়সা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, আরিফুল ইসলাম (রক্ষণ), মামুনুল ইসলাম, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, ইমন মাহমুদ (মধ্যমাঠ),  রবিউল হাসান, জাফর ইকবাল, সাদউদ্দিন, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, শাখওয়াত হোসেন রনি, নাবিব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও মোহাম্মদ জাবেদ খান (আক্রমণভাগ)।