তরুণদের ইতিবাচক খেলার প্রত্যাশা মাশরাফির

Looks like you've blocked notifications!

কব্জিতে চোট পেয়ে শেষ হয়ে গেছে টাইগার ওপেনার তামিম ইকবালের এশিয়া কাপ সফর। তাই আফগানিস্তানের বিপক্ষে দলে অনুপস্থিত থাকবেন এই ড্যাশিং ওপেনার। তবে দলনেতা মাশরাফি বিন মুর্তজার পরিকল্পনা রয়েছে তরুণদের ঘিরে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এমনটিই জানালেন টাইগার অধিনায়ক।

তামিমের স্থান পূরণে লোয়ার অর্ডার থেকে উপরে উঠে কোনো খেলোয়াড় খেলতে পারেন, এমন গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জন নাকচ করেছেন মাশরাফি। জানিয়েছেন, ঘোষিত দলের অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘লোয়ার অর্ডার থেকে কেউ উপরে খেলবে না। আমাদের ব্যাটিংয়ের নিচের সারিতে কারা খেলবেন সেটা ঠিক হয়ে গেছে। টপ-অর্ডারে কিছুটা দুর্বল ছিল। কারণ তামিম ও সাকিব ইনজুরিতে ছিল। তাঁদের জন্য দুজন রিপ্লেসমেন্ট এনেছি। তামিমের অবস্থানে যদি খেলতে হয়, সেখান থেকেই খেলবে।’

তামিমের দলে না থাকার ব্যাপারে চিন্তিত হলেও তরুণদের নিয়ে আশাবাদী মাশরাফি। তিনি বলেন, ‘তামিম দলে না থাকা আমাদের জন্য ভালো কিছু না। সে সম্প্রতি ক্রিজে অনেক সময় কাটিয়েছে। তবে তরুণ খেলোয়াড়দের জন্য নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ এটি। অবশ্যই তামিমের মতো খেলা আশা করছি না। তবে তাঁরা যদি একটু ইতিবাচকভাবে খেলে, আমি মনে করি তাঁরা অনেক ভালো করবে।’

তরুণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তর সম্ভাবনা রয়েছে ওপেনিংয়ে নামার। অন্যদিকে ফর্মে থাকায় দলে আছেন মমিনুল হকও। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোহাম্মদ মিঠুন। সঙ্গে আছেন লিটন দাস। তাই তামিম না থাকলেও ব্যাটিং ইউনিট নিয়ে আশাবাদী মাশরাফি।