রোমাকে হারিয়ে দারুণ শুরু রিয়াল মাদ্রিদের
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে ভর করে বেশ কয়েকটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০০৯ সালের পর এবারই তারা প্রথমবারের মতো ইউরোপের সবচেয়ে বড় এই আসরে অংশ নিয়েছে রোনালদোকে ছাড়া। তবে ইতালির ক্লাব রোমার বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় দিয়ে শুরুটা ভালোভাবেই করেছে টানা তিনবারের শিরোপাজয়ীরা।
নিজেদের মাঠে ম্যাচের প্রায় পুরো সময়ই দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। রোনালদোর অভাবটাও খুব বেশি টের পেতে দেননি ইসকো, গ্যারেথ বেলরা। তবে প্রথম গোলের দেখা পেতে প্রথমার্ধের একেবারে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। ৪৫ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ইসকো। ফলে রিয়ালও প্রথমার্ধ শেষ করেছিল ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর আরো চড়াও হয়ে খেলতে থাকেন মাদ্রিদের তারকা ফুটবলাররা। ৫৮ মিনিটের মাথায় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন গ্যারেথ বেল। রিয়ালের জয় অনেকখানিই নিশ্চিত হয়ে যায় সে সময়। আর ৯০ মিনিটে রোমার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মারিয়ানো। ফলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
‘জি’ গ্রুপের অপর ম্যাচে সিএসকেএ মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেন ড্র করেছে ২-২ গোলে। ফলে পুরো ৩ পয়েন্ট নিয়ে রিয়ালই আছে সবার সামনে।
চ্যাম্পিয়নস লিগের অপর তিন ম্যাচে জয় পেয়েছে শিরোপাপ্রত্যাশী তিন দল জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। বায়ার্ন মিউনিখও এই একই ব্যবধানে জিতেছে বেনফিকার বিপক্ষে। আর ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে ইয়ং বয়েজকে।