প্রথম ম্যাচেই লাল কার্ড দেখলেন জুভেন্টাসের রোনালদো
লা লিগায় সাফল্য খুব বেশি পাননি। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত জিততে পেরেছেন মাত্র দুটি লা লিগা শিরোপা। কিন্তু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদো যেন ছিলেন অপ্রতিরোধ্য। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে এ সময়ের মধ্যে রিয়াল জিতেছিল চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর মধ্যে সর্বশেষ তিনটি শিরোপাই উঠেছিল রিয়ালের ঘরে।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও আছে রোনালদোর দখলে। এখন পর্যন্ত এই পর্তুগিজ তারকা করেছেন ১২১টি গোল। তবে রিয়ালের জার্সি গায়ে দারুণ সাফল্য পেলেও জুভেন্টাসের হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেই বিপাকে পড়েছেন রোনালদো। মাত্র ২৯ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছে এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে।
তাতে অবশ্য জুভেন্টাসের জয় আটকায়নি। মিরালেম প্লানিকের জোড়া গোলের সুবাদে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনাই করতে পেরেছে জুভেন্টাস। ৪৫ ও ৫১ মিনিটে দুটি গোলই প্লানিক করেছেন পেনাল্টি থেকে।
চ্যাম্পিয়নস লিগে রোনালদো খেলতে নেমেছিলেন নিজের ১৫৪তম ম্যাচ। এতগুলো ম্যাচের মধ্যে এবারই প্রথমবারের মতো তিনি সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে ছিটকে গেছেন। ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিলোকে বাজেভাবে ট্যাকলের দায়ে এই লাল কার্ড দেখেছেন রোনালদো। এই লাল কার্ড দেখার জন্য সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিতে দর্শক হয়েই থাকতে হতে পারে রোনালদোকে।