কারা থাকছেন বাংলাদেশের প্রথম একাদশে
প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বধের নায়ক মুশফিকুর রহিম চোটে আক্রান্ত। পাঁজরে ব্যথা নিয়ে আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন ‘মিস্টার ডিপেনডেবল’। আজ আফগানিস্তানের বিপক্ষে তাঁর খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল কব্জির চোট নিয়ে দেশে ফিরে এসেছেন। তাই আজকের ম্যাচের বাংলাদেশ একাদশে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্র জানা গেছে, আজ বৃহস্পতিবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে একটি পরিবর্তন আসছে। লিটস দাসের সঙ্গে কে খেলবেন সেটা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর আজ ওয়ানডে অভিষেক হতে পারে। যদি তা হয়, ওপেনিংয়ে তামিমের জায়গায় খেলতে পারেন এই ব্যাঁহাতি ব্যাটসম্যান। কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তাঁর।
তবে মুশফিক যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, সে ক্ষেত্রে কে খেলতে পারেন একাদশে। শোনা যাচ্ছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের জায়গায় মাঠে নামতে পারেন মুমিনুল হক। মুশফিককে আজকে ম্যাচে বিশ্রাম দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
আগের ম্যাচে মুশফিক ১৪৪ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলের জয়ে রেখেছিলেন মূল ভূমিকা। এটি ছিল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। আর তামিম ভালো করতে পারেননি ঠিক, তবে ভাঙা হাত নিয়ে মাঠে নেমে এক হাতে ব্যাট করে পুরো ক্রিকেট ব্শ্বিকে নাড়িয়ে দিয়েছিলেন।
এদিকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে পেসার মুস্তাফিজুর রহমানকেও। কাটার-মাস্টারের জায়গায় খেলতে পারেন আরেক তরুণ পেসার আবু হায়দার রনি।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শাস্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আবু হায়দার রনি।