এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন পান্ডিয়া

Looks like you've blocked notifications!

গতকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। বল করার সময় কোমরে ব্যথা পেয়েছিলেন এই ডানহাতি পেসার। হতাশার কথা, এই চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন তিনি।

ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে বোল করতে গিয়ে ব্যথা পান পান্ডিয়া। ফলো-থ্রুতে তিনি মাটিতে পড়ে কোমরে প্রচণ্ড ব্যথা পান। পরে তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জানিয়েছে, পরীক্ষায় জানা যায় কোমরে ভালোই চোট পেয়েছেন পান্ডিয়া। তাই এশিয়া কাপে আর খেলতে পারবেন না তিনি।

পান্ডিয়ার জায়গায় ভারতীয় দলে সুযোগ পেতে পারেন রাজস্থানের মিডিয়াম পেসার দীপক চাহার।

আগামীকাল শুক্রবার এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে দুই দলের লড়াই।