প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানসিটির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কার্ডিফ সিটিকে। ম্যানসিটির মতো বড় ব্যবধানের জয় পেয়েছে শিরোপাপ্রত্যাশী আরেক দল লিভারপুলও। তারা ৩-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।
কার্ডিফ সিটির মাঠে খেলতে গিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি ম্যানচেস্টার সিটি। ৩২ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন সার্জিও আগুয়েরো। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে দেন বার্নাদো সিলভা। ৪৪ মিনিটে আরেকটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ইকায় গুনডোগান। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে ছাড় দেয়নি ম্যানসিটি। এবার ঝলসে উঠেছেন রিয়াদ মেহরাজ। দ্বিতীয়ার্ধে ম্যানসিটির পক্ষে একাই দুটি গোল করেছেন এই ফরোয়ার্ড। ৬৭ ও ৮৯ মিনিটে দুটি গোল করেন তিনি। ফলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে সাউদাম্পটনকে হারাতেও বেগ পেতে হয়নি লিভারপুলের। প্রথমার্ধেই জয় নিশ্চিত হয়ে যায় অল রেডদের। ১০ মিনিটের মাথায় লিভারপুল প্রথম গোলটি অবশ্য পেয়েছিল প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন সাউদাম্পটনের ডিফেন্ডার ওয়েসলি হোয়েট। ২১ মিনিটে লিভারপুলের পক্ষে দ্বিতীয় গোলটি আসে জোয়েল মাতিপের সৌজন্যে। আর প্রথমার্ধ শেষ হওয়ার একেবারে আগমুহূর্তে একটি গোল করেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত এই ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ শেষে লিভারপুলই একমাত্র দল হিসেবে পেয়েছে ছয়টি জয়। ফলে ১৮ পয়েন্ট নিয়ে তারাই আছে সবার ওপরে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।