কেমন হবে ফাইনালের একাদশ?
ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াই এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আরেক ফাইনালিস্ট ভারত এ পর্যন্ত অপরাজিত, একটি মাত্র ড্র নিজেদের সুপার ফোরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে। তবে বাংলাদেশকে অনেক সমীকরণ মিলিয়েই উঠতে হয়েছে ফাইনালে। এমনকি পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ তো অঘোষিত সেমিফাইনাল হিসেবে খেলতে হয়েছিল টাইগারদের। সহ-অধিনায়ক সাকিব ছাড়াই সেই ম্যাচে উতরে যায় স্টিভ রোডসের শিষ্যরা। তবে আজ শুক্রবার দুবাইয়ে ফাইনাল ম্যাচে দলে কারা খেলবেন, তা নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসের আগে পাকিস্তানকে বুঝতেই দেননি, দলে নেই সাকিব। ফলে পাকিস্তান নির্ভার হওয়ার সুযোগও পেয়েছে কম। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সঙ্গে মোহাম্মদ মিঠুনের জুটি ঘাম ছুটিয়েছে পাকিস্তানি বোলারদের। মুস্তাফিজ-মিরাজদের বোলিং তোপে পুড়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের কপাল। তবে ব্যাটিং ইনিংসে বরাবরের মতই ব্যর্থ টপঅর্ডার। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার, লিটন দাস কিংবা মুমিনুল হক। তাই ভারতের বিপক্ষে মাঠে সর্বশক্তি নিয়ে নামতে চাইবে বাংলাদেশ। দলে আসার সম্ভাবনা রয়েছে নাজমুল ইসলাম অপুর। অন্যদিকে ফর্মহীনতার জন্য বাদ পড়তে পারেন সৌম্য কিংবা মুমিনুল। তবে সৌম্য ওপেনার হওয়ায় বাদ পড়ার সম্ভাবনা কম। বাকি খেলোয়াড়রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও নাজমুল ইসলাম অপু।